জিকে রউফ, নীলফামারীঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা: জোবায়দা রহমানের নামে মামলার রায়ের প্রতিবাদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
রোববার (৬ আগস্ট) জেলা জজ আদালত চত্বরে প্রতিবাদ সমাবেশ করে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা। সমাবেশে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবু মোঃ সোয়েমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, রবিউল আলম প্রামাণিক, সহ-সাধারণ সম্পাদক নুর আসাদুজ্জামান মিশন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা (সজিব) প্রমুখ। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান রিনো।
এসময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক বিপুলার রহমান বিপুল, সিনিয়র আইনজীবী মিজানুর রহমান চৌধুরী, আইনজীবী এস.এম ওবাইদুর রহমান, আশরাফুল আরেফিন চৌধুরী, হুজুর আলী, গোলাম রব্বানী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন, সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মোঃ আব্দুর রউফ
নীলফামারী
০১৭০০৬৪৪৯০৪
তারিখ: ০৬-০৮-২০২৩