মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন “জাতীয় নিরাপদ সড়ক চাই ” জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত, গ্রেফতার ১ ভালুকায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু বদরগঞ্জে প্রাইভেট শিক্ষককে মারধর, ব্ল্যাকমেইল অতঃপর চাঁদা দাবি নরসিংদীতে হযরত মোঃ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী রাকিবুল গ্রেফতার কুষ্টিয়ায় তিন দিন ব্যাপী অষ্টোপ্রহর শেষে লালন আখড়া ছাড়ছেন সাধু ভক্তরা দীর্ঘ ১৭ বছর পরে শারিকখালীতে জামায়াতে ইসলামীর ওপেন সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদী পুরান চর বাজারে কনফেকশনারি দোকান লুট

নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে বৃদ্ধাশ্রম তৈরীর উদ্যোগ

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে বৃদ্ধাশ্রম তৈরীর উদ্যোগ

জিকে রউফ, নীলফামারী থেকে: নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে বৃদ্ধাশ্রম তৈরীর উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড মমতাজুল হক।

সোমবার (৪সেপ্টেম্বর) সকালে কেবিসি কন্সট্রাকশনের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. মিজানুর রহমান তাঁর ব্যক্তিগত ৩৫ শতাংশ জমি ওই বৃদ্ধাশ্রমের নামে দান করার প্রস্তাব দিলে এ বৃদ্ধাশ্রমটি জেলা পরিষদ এর অর্থায়নে পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন তিনি৷ কেবিসি কন্সট্রাকশনের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. মিজানুর রহমান জানান, “দীর্ঘদিন ধরে নীলফামারীর সদরে আমার ব্যক্তিগত ৩৫ শতাংশ জমির উপর একটি বৃদ্ধাশ্রম তৈরীর ইচ্ছা ছিলো৷ কিন্তু সেটি পরিচালনার জন্য অনেক অর্থের প্রয়োজন৷

তাই বিষয়টি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড মমতাজুল হক ভাইকে প্রস্তাব দিলে, নীলফামারী জেলা পরিষদ এর অর্থায়নে সেটি পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করেন তিনি৷ আমরা দ্রুততম সময়ের মধ্যেই এটি বাস্তবায়ন করবো”৷ জানতে চাইলে, বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড মমতাজুল হক বলেন, “আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগনের জন্য কাজ করছেন৷ আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ৷

গণমানুষের জন্য সার্বজনীন পেনশন বাস্তবায়ন এটি আরো একটি দৃষ্টান্ত উদাহরণ৷ আমি জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই জেলা পরিষদ এর নিজস্ব তহবিল থেকে এ অঞ্চলের মানুষকে আর্থিক অনুদান প্রদান করে আসছি৷ যেহেতু নীলফামারী সদরে কোন বৃদ্ধাশ্রম নেই, সেকারণে কেবিসি কনষ্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মিজানুর রহমানের দেয়া প্রস্তাব অনুযায়ী তার ব্যক্তিগত ৩৫ শতাংশ জমির উপর একটি বৃদ্ধাশ্রম তৈরীর উদ্যোগ গ্রহণ করা হিয়েছে৷ বৃদ্ধাশ্রমটি জেলা পরিষদ এর নিজস্ব তহবিল হতে পরিচালিত হবে”৷

তবে, নীলফামারী জেলা সদরে এই প্রথমবারের মত বৃদ্ধাশ্রম তৈরী ও পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড মমতাজুল হক৷ বৃদ্ধাশ্রমটি বাস্তবায়ন হলে শেষ বয়সে বৃদ্ধ বাবা-মায়েরা খুজে পাবে তাঁদের নিরাপদ আশ্রয়স্থল৷ আর তাই এ অঞ্চলের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানিয়েছেন তিনি৷


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর