আবুনাঈমরিপন: নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দায় দিবারাত্রি মিনি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী–৩ শিবপুর আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ ফজলে রাব্বি খান।
খেলার উদ্বেধন করেন সাধারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল হক ভূঁইয়া জহির। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শহীদ খান, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলভি খান প্রমূখ।