মোঃ সুমন হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে পোড়াচক বাউশিয়া মৃধা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় ৪ জন আহত হন।আহতরা হলেন সায়েদুল ইসলাম(৩৮), চান মিয়া(৮০),সাহিদা বেগম (৩০),সায়েম(১৪),এদের মধ্যে দুইজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেরে দেওয়া হয়েছে।ভুক্তভোগী সাহিদা বেগম জানান,খোরশেদ আলম ও তোফাজ্জল হোসেনের আপন দুই ভাই তাদের সাথে দীর্ঘদিন যাবত ঝগড়াঝাটি হচ্ছে।আমরা তোফাজ্জল হোসেনের কাছে আমাদের ননদকে বিয়ে দিয়েছি, সেই হিসেবে তোফাজ্জল হোসেন আমাদের ভগ্নিপতি। আমরা বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় পোড়াচক বাউশিয়া পূর্বনয়াকান্দী থেকে তোফাজ্জল এর বাড়িতে যাওয়ার জন্য দুইটি রিক্সা যোগে রওনা দেই পথে পোড়াচক বাউশিয়া মৃধা বাড়ি খরশেদ আলমের শশুর বাড়ির সামনে আসলে খোরশেদ আলম, তার স্ত্রী হাসিনা বেগম এবং দুই শালক রাসেল, হাবিব, মনির, শিখা, মোক্তার আরো কয়েক জন মিলে রিক্সা থেকে নামিয়ে আমার শশুর,স্বামী ছেলেকে দেশিয় অস্ত্র,বাশের লাঠি,দিয়ে মেরে আহত করে।আমর ননদের স্বামী তোফাজ্জল হোসেনের নিকট থেকে ৩ লক্ষ টাকা ধার নিয়েছিলাম,জমি বিক্রি করে টাকা পরিশোধ করার জন্য ৩ লক্ষ টাকা নিয়ে যচ্ছিলাম তারা এই টাকা গুলো ছিনিয়ে নিয়েছে। আমার স্বামী গলা থেকে একটি চেইন কেড়ে নেয়।
এ ব্যাপারে গজারিয়া থানায় অভিযোগ করেছি। এই খোরশেদ আলমের শালক রাসেল সাথে কথা বলে জানা যায়,খোরশেদ আলম তার পূর্ব শত্রুতার ধরে কথা-কাটাকাটি হয়েছে,তেমন কোন ঘটনা ঘটে নি। সাবেক মেম্বার তাবারক হোসেন নিকট থেকে জানা যায় তিনি হট্টগোল দেখে সেখানে গিয়ে তাদেরকে থামান উভয় পক্ষকে থামিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেন। টাকার ব্যাপারে তিনি কিছু তখন শোনেন নি।
এ ব্যাপারে গজারিয়া থানার অসি মোল্লা সোয়েব আলী জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।