মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে শাহজালাল শেখ ওরফে পান কবিরাজের বাড়িতে ১৪ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলা হয়।বলা হয় তার বাড়িতে অপচিকিৎসা দেয়া হয়।
এভাবে বিভিন্ন ধরনের ভুল তথ্য প্রকাশ করা হয়েছে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে।কিন্তু সারোজমিনে দেখা যায়,পান কবিরাজের কাছে এসে রোগীদের যেন খুশির সীমা নেই,প্রত্যেকটি রুগী পান কবিরাজের সহযোগিতায় ভালো আছেন। অনেকেই অনেক জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা নেয়ার পরে সর্বশেষ পান কবিরাজের ধারস্থ হয় এবং কবিরাজের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে আল্লাহর অশেষ রহমতে রোগ মুক্তি লাভ করে।
এই বিষয়ে পান কবিরাজের সাথে কথা বললে তিনি বলেন কিছু কুচক্রী মহল আমার অনপুস্থিতিতে আমার দরবারে হামলা করে, এবং আমার সম্পর্কে বিভিন্ন ধরনের ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।অথচ এখন আমি কিছুই করি না তার পরেও শত শত রোগী কেন আসে আমার কাছে তাহলে আপনারাই বলুন একজন মানুষ যদি ভুল চিকিৎসা দেয় বা প্রতারণা করে, তাহলে একদিন দুইদিন এক বছর হয়তোবা টিকে থাকতে পারবে, কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসা করার সুযোগ কখনই পায় না, আল্লাহর রহমতে এবং আমার উসিলায় নিশ্চয়ই মানুষের উপকার হয় তাই মানুষ আমার কাছে আসে, কবিরাজের বাড়িতে আসা একাধিক রোগীদের সাথে কথা বলায় জানা যায় আমরা উপকার পেয়েছি তাই একাধিকবার ফান কবিরাজ এর কাছে ছুটে আসি, ছুটে আসার পর আমরা আমাদের সমস্যার কথা তাকে বললেই তিনি আমাদের পরামর্শ দেন এবং আল্লাহ তায়ালার রহমতে উনার উসিলায় আমরা সুস্থ হই।
তাই আমরা এখানে আসি, উপকার না পেলে তো শুধু শুধু আমরা দূরান্ত থেকে টাকা খরচ করে ওনার কাছে আসতাম না।