নাজিবুল বাশার, টাঙ্গাইল জেলা সংবাদাতা:: “শিক্ষকের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় ৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড় দশটায় শিক্ষক মিলনায়তনে নানা কর্মসূচী মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করেছে । বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রেলিতে অংশ গ্রহণ করেন অত্র কলেজের অধ্যক্ষ আবদুর রহীম,, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, সাদিকুল ইসলাম আমিন, অর্থনীতি বিভাগের আসলাম হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সরকারি অধ্যাপক, হারুন অর রশিদ, রসায়ন বিভাগের জ্যৈষ্ঠ প্রভাষক, মাহবুবুল আলম, গণিত বিভাগের জ্যৈষ্ঠ প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক মজিবুর রহমান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক, হারুন অর রশীদ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক, আনোয়ার হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক, জেসমিন আক্তার, আব্দুল্লাহ ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক, আব্দুল্লাহ, ব্যবস্থাপনা (বিএম) শ শাখা শাখার প্রভাষক, লিটন মিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক, ফরহাদ হোসেন, সমাজকর্ম বিভাগের প্রভাষক, আবু বকর সিদ্দিক, ইতিহাস বিভাগের প্রভাষক, নাসরিন আক্তারসহ প্রমুখ।
এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় দেশের ২য় বারের মতো বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের জন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।