সংবাদ বিজ্ঞপ্তি: ভালুকা উপজেলা প্রেসক্লাবের আগের কমিটি বিলুপ্ত করে একুশে টেলিভিশনের ভালুকা প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি এস এম খোরশেদ আলমকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভালুকা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাধারন পরিষদের সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত কমিটিতে দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার ময়মনসিংহ আদালত প্রতিবেদক অ্যাড. খান মোহাম্মদ শামীম, দৈনিক চৌকষ পত্রিকার ভালুকা প্রতিনিধি আনিছ মালকে যুগ্ন আহবায়ক এবং দি এশিয়ান এজ পত্রিকার সাংবাদিক হুমায়ুন আহমেদকে সদস্য মনোনীত করা হয়েছে।
সভায় ভালুকা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করার লক্ষে আগামীতে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে কাজ করবে এই আহবায়ক কমিটি এমন আশাবাদ ব্যক্ত করা হয়।