মোঃ সুমন হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন ডাচ বাংলা আউটলেট তানজিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুরুল আমিন টুটুল। দেশের স্বনামধন্য এবং প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান ডাচ- বাংলা ব্যাংকের টংঙ্গীবাড়ী উপজেলার বাঘিয়া বাজার এজেন্ট আউটলেটে মতবিনিময় সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ই অক্টোবর রোজ সোমবার যশলং ইউনিয়নের বাঘিয়া বাজারে অবস্থিত আউটলেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুলাল হালদার পরিচালনায় এবং যশলং ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু সভাপতিত্বে এবং তানজিলা এন্টারপ্রাইজ এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাচ-বাংলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার দেওয়ান তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাচ বাংল ব্যাংক টংঙ্গীবাড়ী উপশাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম, টংঙ্গীবাড়ীর ফাস্ট ট্রাক অফিসার শফিউল হক, যশলং ইউনিয়নের পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম শেখ, যশলং ইউনিয়নের পরিষদের সদস্য আমির হোসেন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী কাজল হালদার, সিনিয়ার এরিয়া ম্যানেজার রমিজ উদ্দিন, এরিয়া ম্যানেজার বেলায়ত হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার ডাচ বাংলা ব্যাংকের মাস্টার এজেন্ট বসির আহমেদ, যশলং ইউনিয়নের মহিলা সদস্য পাপিয়া আক্তার, যশলং ইউনিয়নের মহিলা সদস্য আয়েশা আক্তার, হিরণ ভোকাল, রতন বেপারী, মামুনুর রশিদ, আফজাল চোকদার, শামীম হাসান, মমিন মৃধা, আব্দুল মজিদ চোকদার, সালমা বেগম, মীম আক্তার, আওলাদ খা, জাকির হোসেন, আলী আকবর, ধলেশ্বর কোনটা আমির হোসেন, নজরুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সর্বোচ্চ লেনদেন কারি গ্রাহকদেরকে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পরিচালনা করেন কারী মোহম্মদ ফরিদ হাসান।