মোঃ সুমন হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজের পর ঈমান আক্বীদাহ্ সংরক্ষণ কমিটির ব্যানারে মুন্সীগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ পালন করে।এসময়ে একটি বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিলটি মুন্সীগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু সড়ক হয়ে বঙ্গবন্ধু প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়।
এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ও প্রতিবাদ হিসেবে ইসরায়েলী পন্য বয়কট সহ গাজায় হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানান।
এসময় বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন মাওলান মুফতি নিছার আহম্মেদ।
আরও বক্তব্য রাখেন, ঈমান আক্বীদাহ্ সংরক্ষণ কমিটি মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শামছুল আলম, ঈমান আক্বীদাহ্ সংরক্ষণ কমিটি মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ইত্তেফাকুল ওলামার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান।
ঈমান আক্বীদাহ্ সংরক্ষণ কমিটি মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নিসার আহমাদ,প্রচার সম্পাদক মাওলানা সাদিক আমিন, মাওলানা ফজলুর রহমান, মুফতি আল আমিন জাকারিয় প্রমূখ।