জামালপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা যুবদলের নবগঠিত কমিটির সদস্য সচিব নির্বাচিত করায় জামালপুরে শুভআগমন উপলক্ষে মোঃ সোহেল রানা খান কে জেলা যুবদলের পক্ষ থেকে এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়।
শনিবার ২১ অক্টোবর সকাল থেকে মোটরসাইকেল, মাইক্রোবাস, কার, পিকাপ ভ্যান নিয়ে দলীয় নেতাকর্মীরা চেচুয়া মোড় চত্বরে জড়ো হতে থাকে, জামালপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির সদস্য সচিব মোঃ সোহেল রানা খান ঢাকা থেকে এসে ঐখানে পৌছলে নেতাকর্মীরা তাকে ফুলের মালা ও তোরা দিয়ে বরণ করে নেন এবং শুভেচছা জানান। পরে সেখান থেকে ৫ শতাধিক মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহন বহর নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে জামালপুর সদর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন পয়েন্টে পথসভা করে শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজ সংলগ্ন আলোকিত জামালপুর (নিজ প্রোজেক্ট) প্রাঙ্গনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামালপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ, বর্তমান জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান বিপ্লব, সদস্য মোশারফ হোসেন খান, শহর যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিকুল,জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন প্রমুখ।
এসময় জেলা, শহর, সদর,বিভিন্ন উপজেলা,ও ওয়ার্ড যুবদলের সকল নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করেন।