মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ সারাদেশে বিএনপি-জামায়াতের ৩ দিনের ডাকা অবরোধে মুন্সীগঞ্জে বিএনপি ও জামায়াতের কোন নেতা কর্মী সমর্থক দেখা যায়নি মাঠে।তবে অবরোধ প্রতিবাদে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নেতৃত্বে সো-ডাউন করেছেন তাদের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে ৩ দিন পর্যন্ত সড়ক, নদী, রেল অবরোধের পক্ষে বিএনপির কোনো পিকেটিং বা সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি মুন্সীগঞ্জে। জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলো। তবে প্রতি দিনের তুলনায় যান্ত্রিক যানবাহন চলাচল ছিল সকালে একটু কম পরে আগের ন্যায় যানবাহন চলাচল করতে দেখা যায়। স্থানীয় যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও মুক্তারপুর বাসষ্ট্যান্ড থেকে দূরপাল্লার গাড়ি গুলো কম পরিমাণ ছেড়ে যেতে দেখা গেছে। তবে বিশেষ করে চট্রগ্রাম ও মাওয়া মহাসড়কজুড়ে হালকা পাতলা বাস চলাচল করেছে। মুন্সীগঞ্জ এর উপজেলা ও জেলা শহরগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের দখলে ছিলো। সরকারী কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা বলেন, অবরোধে সবিতই খোলা রয়েছে, যাতায়াতের যানবাহন আগের মতো আছে। অবরোধের তোয়াক্কা না করে জীবিকার তাগিদে কর্মস্থলে যেতে হচ্ছে। শহরের মুক্তারপুর এলাকায় গিয়ে দেখাযায়,মুন্সীগঞ্জ সদর থানার ওসি অপারেশন মোজাম্মেল হক সহ অসংখ্য পুলিশ প্রশাসন কড়া পাহারায় রয়েছেন। তবে রাস্তায় পুলিশও কঠোর অবস্থানে আছে।
মুন্সীগঞ্জ সদর থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খান্দার খাইরুল হাসান বলেন, এখন পর্যন্ত অবরোধে মহাসড়কসহ জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লোকাল গাড়ি চলাচল করলেও দূরপাল্লার গাড়ির সংখ্যা কম। তবে সব কিছু স্বাভাবিক রয়েছে, জেলার সকল গুরুত্বপুর্ণ পয়েন্টে আমাদের পুলিশ কড়া পাহারায় রয়েছে।