ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিদেশী পিস্তলসহ চারজন ভুয়া র্যাবকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেছে ময়মনসিংহ র্যাব।
ব্রিফিংয়ে বলেন, ভুয়া র্যাব পরিচয়ে তিনজনকে অপহরণ করে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এবং এএসপি মোঃ আব্দুল হাই চৌধুরী এর নেতৃত্বে র্যাব ১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গত ১লা নভেম্বর বুধবার বিকেলে ১৬.০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাষ্টার বাড়ী জামিরদিয়া মায়ের মসজিদ এর নিকট পলো স্টোর দোকানের সামনে থেকে আসামী ১। রাসেল মাহাবুবুল ওরফে রাসেল(৪৩), পিতা—মোঃ মজিবুর রহমান, আমিনপুর,সিরাজগঞ্জ সদর, জেলা সিরাজগঞ্জ, ২। মোঃ মনির হোসেন (৪০), পিতা—মৃত মোঃ আলী শেখ, সাং খানকা দালাল পাড়া, থানা—মুন্সিগঞ্জ সদর, জেলা—মুন্সিগঞ্জ, ৩। মোঃ মুছা শেখ (২৪), পিতা মোঃ শাহাদাত হোসেন, সাং—ছনগাছা গোপীরপাড়া, থানা সিরাজগঞ্জ সদর, জেলা সিরাজগঞ্জ, ৪। মোঃ সবুজ বিশ্বাস (২৪), পিতা—মোঃ আতিয়ার বিশ্বাস, সাং—কবিরপুর, থানা শৈলকুপা, জেলা ঝিনাইদহ দেরকে গ্রেফতার করে।
ধৃত আসামীদের হেফাজত হতে ভিকটিম মোঃ রফিকুল তালুকদার, মোঃ আসাদুজ্জামান ও মোঃ হাফিজুল ইসলামদেরকে উদ্ধার করা হয়। আসামীদের হেফাজত হতে ৫ রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল, র্যাবের দুইটি ভুয়া আইডি কার্ড, ডিজিএফআই এর ভুয়া আইডি কার্ড, ৫টি বাটন মোবাইল ফোন, একটি সাদা রংয়ের হায়েস মাইক্রো, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, রোড পারমিট সার্টিফিকেট, ফিটনেস সনদপত্র, একটি চাবি ও ছিনতাইকৃত ৬৬,৫৮৪/- (ছেষষ্টি হাজার পাঁচশত চুরাশি) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।