মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় বিএনপি-জামায়াত কোনো ধরনের নৈরাজ্য করলে তার পরিমাণ ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস।
বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন। এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, সন্ত্রাস না করে বাড়িতে থাকবেন, আর যদি সন্ত্রাসী করেন হত্যাকাণ্ড চালান, অগ্নি সন্ত্রাস করেন পেট্রলবোমা মারেন পুলিশ হত্যা করেন, ভোট কেন্দ্র জ্বালিয়ে দিতে চান, বাসে আগুন লাগান তাহলে ১৫ বছর ধরে যে শান্তিতে ছিলেন সেই শান্তিতে জনগণ এইবার আপনাদের আর থাকতে দিবেনা। কারন কুকুরের লেজ সোজা হয় না আপনারা নিজেদেরকে কুকুর হিসাবে অর্জন করেছেন। কেউ নৈরাজ্য করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খাঁন, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো: লিটন, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, গজারিয়া উপজেলা সেচ্ছাসেবক লীাগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ সরু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।পরে সমাবেশ স্থাল থেকে এডভোকেট মৃণাল কান্তি দাসের নেতৃত্বে একটি শান্তির মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ করে।