খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি: “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি বাগেরহাট পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে খুলনা-বাগেরহাট মহাসড়ক প্রদক্ষিণ করে আবার পুলিশ লাইন্সে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সাড়ে ১০টায় নতুন পুলিশ লাইন্স ড্রিলশেড মিলানায়তনে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুজ্জামান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট কমিউনিটি পুলিশিং এর সভাপতি সরদার সেলিম আহমেদ, বাগেরহাট কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক অধ্যাপক মাহ্ফিজুর রহমান, আহাদ উদ্দিন হায়দার, এডভোকেট লুনা সিদ্দিকা, রিজিয়া পারভীন, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
এদিন কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয় এতে পুরস্কার গ্রহণ করেন রামপাল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সরদার সেলিম আহমেদ।