মোঃ আল-আমিন:: ময়মনসিংহের ভালুকায় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেলের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় ভালুকা সরকারি ডিগ্রী কলেজের সামনে থেকে একটি আনন্দ র্যালী ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভালুকা বাসস্ট্যান্ড চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল ভালুকা পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিশাল বিশাল শোভাযাত্রা নিয়ে আগত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করে তার ব্যক্তিগত কার্য্যালয়ে ৫১ পাউন্ড ওজনের বিশাল একটি কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম জন্মদিন পালন করেন।