আবুনাঈম রিপন: নরসিংদীর শিবপুর কলেজ গেইট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন, মোল্লা ইভেন্ট ম্যানেজমেন্ট পুস্পালয়ের স্বত্তাধিকারি ইয়াছিন মোল্লার ব্যাবসায়িক দোকানটি ১৪ই নভেম্বর মংগলবার, শুভ উদ্বোধন করলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মাছিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভুইয়া ও জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়িকবৃন্দ প্রমুখ । উল্লেখ এখানে গায়ে হলুদ স্টেজ, বাসর ঘর, বিয়ের কুঞ্জ সাজানো, বেলুন গেইট, সভা, সম্মেলনসহ যে কোন অনুষ্ঠানের ফুলের অর্ডার নেওয়া হবে ।
যোগাযোগ ইয়াছিন মোল্লা_
01933-019197/0194238569