মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ঘিরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তফসিল ঘোষণার আগে ও পরে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা কোনো দলের নেতাকর্মীরা যাতে রাস্তায় নেমে অরাজকতা ঘটাতে না পারে, সেজন্য তারা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর, বাউশিয়া, মেঘনা ঘাট, হোসেন্দীসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানায়,সংবিধান মেনে নির্বাচন কমিশন (ইসি) আজ তফসিল ঘোষণা করবে। সংবিধান মেনেই নির্বাচন হবে। অথচ বিএনপি-জামায়াত ও তাদের সমমনা কিছু দল সন্ত্রাস- নৈরাজ্য চালিয়ে নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ পরিস্থিতিতে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম এর নির্দেশনায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক পাহারা দিচ্ছি। তফসিল ঘিরে কোনোভাবেই বিএনপি- জামায়াত ও তাদের দোসরদের রাস্তায় নেমে নৈরাজ্য চালানোর সুযোগ দেওয়া হবে না।