শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নকল পিস্তল দেখিয়ে হুমকি ও দোকানে হামলা, যৌথবাহিনীর হাতে আটক-২ ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক ভালুকায় জমি দখলে বাধা দেওয়ায় দুই দফা হামলা আহত-৪ ভালুকায় সওজ’র সীমানা প্রাচীর, চলাচলে দূর্ভোগ ভালুকায় দুটি ফ্যাক্টরিকে ৭ লক্ষ টাকা জরিমানা ও একটি সিলগালা ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত  ভালুকায় বনবিভাগের পাঁচ’শ কোটি টাকার জমি রেজিস্ট্রির অভিযোগ রেইনকোট নয়, মানবিকতা ছিল তাঁর ঢাল — ভালুকায় ইউএনও’র দৃষ্টান্ত ভালুকায় কোদাল ও কাঁচির আঘাতে জোড়া খুন, আহত-৪, ঘাতক আটক ভালুকায় শিশু যৌন পাচার প্রতিরোধে সেমিনার

মানিকগঞ্জে গোলাইডাঙ্গা স্কুল এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ পরিক্ষার্থীদের

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জ প্রতিনিধি, মো: মাহাবুব আলম তুষার:

মানিকগঞ্জের সিংগাইরে সরকারি নির্দেশনা অমান্য করে পরিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।
এতে করে বিপাকে পড়েছেন অসচ্ছ্বল পরিবারের পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

জানা গেছে, মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য ২হাজার বিশ টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য ২১শত চল্লিশ টাকা ধার্য্য করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একাধিক পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, তাদের কাছ থেকে চার হাজার নয়শত টাকা করে আদায় করা হয়েছে। এর বাহিরে টেস্ট পরিক্ষায় অকৃতকার্য হওয়া প্রতিটি সাবজেক্টের জন্য আরও ৫০০ করে নেওয়া হয়েছে।

ফরম পূরণের টাকা আদায়ের সময় অন্য কোনো ফি আদায় করা যাবে না এমন সরকারি নির্দেশনা থাকলেও তা অমান্য করে স্কুল কর্তৃপক্ষ রশিদ প্রদান ছাড়াই এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করেছেন।

অভিযোগের সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান বলেন, এবার আমার বিদ্যালয় থেকে ৬২জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবে। মানবিক ও ব্যবসায় শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার তিন শত টাকা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার চারশত টাকা নেয়া হচ্ছে। সেইসাথে তিন মাসের অতিরিক্ত ক্লাশের জন্য ২হাজার টাকা করে নেওয়া হচ্ছে। চারজন শিক্ষার্থীর কোন টাকাই নেওয়া হয়নি। আমাদের বিদ্যালয়টি যেন পরিক্ষার কেন্দ্র হয় এজন্য আরও ১হাজার টাকা লাগতে পারে বলে অভিভাবকদের জানানো হয়েছে। তবে অকৃতকার্য হওয়া সাবজেক্ট প্রতি পাঁচশত টাকা নেওয়া হচ্ছে না বলে তিনি দাবি করেন।

বিদ্যালয়ের সভাপতি শফিকুল হোসেন বিশ্বাস (সবুজ) বলেন, পরিক্ষার্থীদের মঙ্গলের জন্যই বাড়তি অর্থ নেওয়া হচ্ছে। কেন্দ্র আনার জন্য যে টাকা খরচ হয়েছে সেটা আমার পকেট থেকে করেছি।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন বলেন, এসএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার কোন সুযোগ নেই। উপজেলা শিক্ষা অফিসারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছি।


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর