এসডি সোহেল রানা, স্টাফ রিপোটার: শ্রীবরদীতে ২০২৩,২৪ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় আধুনিক মাছচাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কাকিলাকুড়া সওদাগর বাড়ি শ্রীবরদী উপজেলা মৎস্য অফিসার, মোঃ সাইফুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রণব কুমার কর্মকার জেলা মৎস্য কর্মকর্তা শেরপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়ন শাখার জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামধন্য নেতা শাহিনুর ইসলাম আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুন মিয়া ও ওয়ার্ড মেম্বার বাহাদুর, এ সময় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন উপপরিচালক, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ।মোঃনজরুল ইসলাম ও প্রণব কুমার কর্মকার জেলা মৎস্য কর্মকর্তা শেরপুর উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইফুর রহমান,ও মৎস্য চাষীদের মাঝে বক্তব্য রাখেন দুইজন প্রথমে শাহিনুর ইসলাম বলেন আমি ছোট্ট দুটি পুকুরে দুই কেজি রেনো চাষ করি তাতে আমার খরচ হয় ৫৫ হাজার টাকার মত বছর শেষে আমি মাছ বিক্রি করি ২ লক্ষ টাকার মত তিনি আরো বলেন তখন আমার পুকুর ছিল দুইটা এখন আমার ১৫টা পুকুর মৎস্য চাষ করি এতে আমি সফল আমাকে শিং মাগুর মিশ চাষ প্রদর্শনী, জলায়াতন চল্লিশ শতাংশ বরাদ্দের পরিমাণ ২৫ হাজার টাকা বরাদ্দ আমাকে দেয় উপজেলা মৎস্য অফিস শ্রীবরদী ২০২৩,২৪ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় আধুনিক মাছচাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে মাঝে বক্তব্যে বলেন আমি শ্রীবরদী উপজেলা মৎস্য অফিসার সাথে সব সময় পরামর্শে কর্মে কাজ করি বিদায় আজকে আমি সরকারি রাজস্ব খাত থেকে এই বরাদ্দ পাই তাই আপনারা উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন তাতে লাভবান হবেন ও বক্তব্য রাখেন মৎস্য চাষী মোহাম্মদ মামুন মিয়া প্রমুখ।
বাণিজ্যিক কার্যালয় : ৭৮/ই, পুরানা পল্টন লেন বিজয় নগর, ঢাকা-১০০০। মোবাইল : ই-মেইল : digontonewsbd@gmail.com
সমস্ত অধিকার সংরক্ষিত দিগন্ত নিউজ।