বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন “জাতীয় নিরাপদ সড়ক চাই ” জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত, গ্রেফতার ১ ভালুকায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু বদরগঞ্জে প্রাইভেট শিক্ষককে মারধর, ব্ল্যাকমেইল অতঃপর চাঁদা দাবি নরসিংদীতে হযরত মোঃ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী রাকিবুল গ্রেফতার কুষ্টিয়ায় তিন দিন ব্যাপী অষ্টোপ্রহর শেষে লালন আখড়া ছাড়ছেন সাধু ভক্তরা দীর্ঘ ১৭ বছর পরে শারিকখালীতে জামায়াতে ইসলামীর ওপেন সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদী পুরান চর বাজারে কনফেকশনারি দোকান লুট

মুন্সীগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনলেন দিদার

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

মোঃ সুমন হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ ৩ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেয়ার জন্য জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বৃহস্পতিবার ক্রয় করেছেন মুন্সীগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এ,এফ,এম আরিফউজ্জামান (দিদার)।রাজধানী ঢাকার বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মুন্সীগঞ্জ থেকে নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ঐদিন বিকালের দিকে জমা দিয়েছেন।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির নেতা মো: হাবিবুর রহমান সেলিম, শামিম ফরাজী মো: মোনায়েম হোসেন ভূইয়া প্রমূখ।

উল্লেখ্য,এ,এফ,এম আরিফউজ্জামান দিদার মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে জাতীয় ছাত্র সমাজের মুন্সীগঞ্জ জেলা সমাজের সভাপতি এবং ১৯৮৭ সালের সরকারি হরগঙ্গা ছাত্র সংসদ নির্বাচনে স্বপন আজিম দিদার পরিষদের এজিএস পদে নির্বাচন করেন।এরশাদ মুক্তি আন্দোলনে মুন্সীগঞ্জ জেলা ব্যাপী গণঅনশন,স্বেচ্ছা কারা বরণসহ জোরালো ভূমিকা রাখেন।পরবর্তীতে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মুন্সীগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল হতে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জেলা ব্যাপী সংগঠনকে শক্তিশালী করার জন্য জোরালো ভূমিকা পালন করে। বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে এই আসনে তিনি একজন শক্তিশালী প্রার্থী ছিলেন। নেতাকর্মীদের বিপদে আপদে সাহায্য সহযোগিতা করেন যাহা সর্বজন স্বীকৃত। রাজনীতির বাইরেও তিনি নানা সেবামূলক কাজে জড়িত থাকার অবদানের জন্য সার্ক কালচারাল সোসাইটি থেকে সমাজসেবক হিসেবে গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন।

এবং পেশাগতভাবে তিনি একজন দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার সমিতির দীর্ঘ দিনের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে সফল ও শ্রেষ্ঠ দলিল লেখক হিসেবে অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২৩ এবং ড.মুহাম্মদ শহিদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড প্রাপ্ত হন।

এই আসনের জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী তিনি।এখন পর্যন্ত এই আসন থেকে যারা দলীয় মনোনয়ন চাইছেন তাদের মধ্যে দলীয় নেতাকর্মীদের সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন এ,এফ,এম আরিফউজ্জামান দিদার। জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও বিরোধীদলীয় অন্যান্য নেতাকর্মীদের কাছেও এ,এফ, এম আরিফউজ্জামানের গ্রহণযোগ্যতা রয়েছে।

এ,এফ,এম আরিফউজ্জামান দিদার মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আব্দুর রউফ মোজাদ্দেদী ও মাতার নাম মৃত নুরুন্নাহার বেগম। তার ছোট চাচা মরহুম বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব প্রাপ্ত হন। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান।


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর