আবুনাঈম রিপন: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আলমগীর শিকদার লোটন বিকাল চারটায় মগবাজার ফ্লাইওভারের নীচে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছেন। একটি দ্রুত গতির প্রাইভেট কার তার চলন্ত মোটরসাইকেলটিকে পিছন থেকে সজোরে আঘাত করলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং আঘাত প্রাপ্ত হন। বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দেশবাসীর দো’আ কামনা করেছেন।