রনি মল্লিক, বরগুনা জেলা প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশন দুদক পরিচালিত বরগুনার আমতলী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হয়েছেন একেএম খায়রুল বাশার বুলবুল এবং সেক্রেটারির পদ লাভ করেছেন সৈয়দ নুহু উল আলম নবীন।
দুদক পরিচালক এইচএম আক্তারুজ্জামান সাক্ষরিত নিয়োগ আদেশে তিন বছর মেয়াদের এ কমিটির সহ-সভাপতিদ্বয় হলেন এমএ হান্নান ও মোঃ শাহালম কবির। সদস্যরা হলেন, ফেরদৌসি আক্তার জানু,মিজানুর রহমান সিকদার, নাসরিন জাহান সিপু, সুপ্রিয়া রানী সুইটি এবং আঃ রহমান সালেহ। দুদক সূত্র জানিয়েছে ৩ বছর মেয়াদি কমিটি আমতলী উপজেলার প্রশাসনিক এলাকায় কার্যক্রম পরিচালনা করবে।