এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ।
৩ ডিসেম্বর রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মহিলা ওয়াডের পাশে পরিত্যক্ত জায়গায় কন্যা নবজাতকের মৃতদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান জানায়, রবিবার সকালে উপজেলা হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে পরিত্যক্ত স্থানে একটি কন্যা নবজাতকের মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি। তবে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও টর্চ লাইট পাওয়া গেছে । আইনগত প্রক্রিয়া শেষে মৃত নবজাতককে পৌর সদরের মথুরাদী আম গোরস্থানে দাফন করা হবে ।