মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-১ আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ ডিসেম্বর দিনব্যাপী রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার,সাব্বির আহমেদ এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃআবুজাফর রিপন বিপিএএ। সহকারী কমিশনার(ভূমি)উম্মে হাবিবা ফারজানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃমাসুদুল আলম।আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজ রহমান রিফাত,সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন প্রমুখ। দুপুর ১২টার দিকে বিভিন্ন প্রশিক্ষণ হল পরিদর্শন করে জেলা প্রশাসক মোঃআবুজাফর রিপন বিপিএএ,অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে ও ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।