মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ-০৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে নির্বাচিত করতে মানুষের কাছে ভোট প্রার্থণা করে বেড়াচ্ছেন কেন্দ্রীয় যুবলীগ সহ-সম্পাদক আবদুর রহমান জীবন৷ মুন্সীগঞ্জ-০৩ আসন তথা সদর ও গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তারা নৌকার পক্ষে ভোট প্রার্থণা করেছেন।
এসময় তারা বিগত ১৫ বছরের বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্যক্রমের তথ্য তুলে ধরে ভোটারদের উৎসাহিত করছেন। শুক্রবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে নৌকার পক্ষে তাদের ভোট প্রার্থণা করতে দেখা যায়।প্রচারণা শেষে পথসভায় যুবলীগের কেন্দ্রীয় নেতা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কর্মী হিসেবে দলীয় সিদ্ধান্ত মোতাবেক শেখ পরশের নির্দেশে আগামী ৭ তারিখ নৌকা মার্কার প্রচারণায় নেমেছি,এলাকার সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন হক কল্পনা,কেন্দ্রীয় হকার্স লীগের সভাপতি আবদুল হক দেওয়ান,মোল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শওকত দেওয়ান,যুবলীগ নেতা আমজাদ হোসেন বাবু কাজী, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন গাজী,যুবলীগ নেতা মোঃরোকন শিকদার,জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন বাবু,মোল্লাকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন গাজী,জেলা ছাত্রলীগের নেতা তানভীর মাহবুবসহ সদর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় তারা অভিযোগ করে বলেন স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী হাজী মোঃ ফয়সাল বিপ্লব ও তার লোকজন নৌকা সর্মথকদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে।এছাড়াও তারা নৌকার কর্মিসর্মথকদের মারধার প্রচার- প্রচারণায় বাঁধা ক্যাম্প ভাংচুর সহ নানান অভিযোগও করেন স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে।