স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নকলা উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সম্মানিত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল খায়রুম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। এছাড়াও অনুষ্ঠানে শেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আনোয়ারুল হক, নকলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব সাদিয়া উম্মুল বানিন, নকলা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া সহ ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্বারোপ সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।