মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১(শ্রীনগর-সিরাজদিখান) আসনে হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হযরত হাফেজ্জী হুজুর রহ. এর সুযোগ্য সন্তান হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী’র বটগাছ প্রতীকের নির্বাচনী প্রচার- প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকাবাসীর আয়োজনে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর হাজী সুপার মার্কেটে বটগাছ প্রতীকের নির্বাচনী ক্যাম্পে শাহ মোয়াজ্জেম খোকনের সভাপতিত্বে হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী’র বটগাছ প্রতীকের বিজয়ের লক্ষ্যে এ উঠার বৈঠক অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী,যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী,মুফতী আবুল হাসান কাসেমী,মাওলানা সাইফুল ইসলাম জামালী,মাওলানা মুনির হোসাইন সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ।