মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জে গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১ জানুয়ারি)বিকাল চারটার দিকে মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন।অপর আহত হাসপাতালে নেওয়ার পরে মারা যান। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক সবুর হোসেন(৪৩),ঢাকার কেরানীগঞ্জ এলাকার চরকুতুব উত্তর গ্রামের জিন্নাত হোসেনের ছেলে। অপর নিহত ইমতিয়াজ(৪৮)ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে পুলিশ জানাযায়, মোটরসাইকেল যোগে ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন নিহত দুই বন্ধু।পথিমধ্যে বিকাল চারটার দিকে তারা মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে আসলে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।এ সময় ছিটকে সড়কে পরে মৃত্যু হয় মোটরসাইকেল চালক সবুরের।পরে হাসপাতালে নিলে মারা যান ইমতিয়াজ। গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো:হুমায়ুন কবির পিপিএম জানান,মেঘনা গোমতী নদীর উপরের দাউদকান্দি সেতুর গজারিয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।তারা ঢাকা হতে কুমিল্লার দিকে যাচ্ছিল। অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে পিছন হতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মারা যান অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে।নিহত দুইজন বন্ধু ছিলেন।তারা হলেন সবুর(৪০), ইমতিয়াজ হোসেন (৪৮)। নিহতদের লাশ আমাদের হেফাজতে রয়েছে ।পরিবারের কাছে মেসেজ পাঠানো হয়েছে।অজ্ঞত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।