মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুরে তানিয়া (২০) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যূর খবর পাওয়া গেছে। জানাগেছে,শুক্রবার(৫ জানুয়ারি) বেলা ৩ টার দিকে ওই তরুণীর মায়ের ঘড়ে কাঠের আড়ার সাথে ওরনা পেচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় তার পরিবার।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। মৃত তরুণীর ভাই সোহেল জানান, তারা প্রায় ১৫ বছর যাবৎ মুন্সীগঞ্জের ইদ্রাকপুরে ভাড়া বাড়িতে থাকেন।তার বোন তানিয়ার দেড় বছর পূর্বে প্রথম বিয়ের বিচ্ছেদ হয়। পরে গত ১ মাস পূর্বে তানিয়া তার নিজস্ব ইচ্ছায় পরিবারকে না জানিয়ে শ্রীনগরে মেহেদী হাসান বাপ্পী নামের একজনকে বিয়ে করেন।বৃহস্পতিবার সন্ধ্যায় শশুর বাড়ি থেকে ঝগড়া করে সে বাড়িতে আসে। তানিয়ার ভাবী জমেলা জানান, সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত তার সাথে তানিয়ার কথা হয়।তানিয়া তাকে জানান,স্বামী বাপ্পি তাকে মৌখিক ভাবে তালাক দিয়েছে।পরে রাতে সে ঘুমাতে গিয়ে আত্মহত্যা করেন।তানিয়ার মা ও ছোট ভাই ঢাকা যাওয়ায় সে ওই ঘড়ে একাই ঘুমাতে গিয়েছিলো। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।