বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন, শহিদ নাজিম উদ্দীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন্নাহার, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে আঃ মান্নান, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসাইন সহ বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সুধীসমাজ, জনপ্রতিনিধি, আলেম উলামা, সাংবাদিক নেতৃবৃন্দ।