মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ-গজারিয়া- ৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে নাগরিক সংবর্ধনা দিয়ে মুন্সীগঞ্জ পৌরসভা।
শুক্রবার বিকাল ৪টার সময় মুন্সীগঞ্জ শহরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু সড়কে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ পৌরসভার আযোজনে।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানা রানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস উজ জামান আনিছ,সদর থানা আওয়ামীলীগের সভাপতি আফছার উদ্দিন ভুইয়া,সাধারন সম্পাদক শামছুল কবির মাস্টার,শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান ভুইয়া,দপ্তর সম্পাদক রায়হানুজ্জামান রাসেল,পৌর আওয়ামীলীগ নাছির,মনির হোসেন নান্নু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর খায়রুল ইসলাম,সাজ্জাদ হোসেন সাগর,আব্দুর সাত্তার মুন্সী,আওলাদ হোসেন,শফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা,সদর থানা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া,সাধারন সম্পাদক মাহমুদুল হাসান লাকুম,সরকরী হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি নিবির আহম্মেদ,শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেলসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সর্বস্তরের জনগন। পরে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও সকল কাউন্সিলরবৃন্দ নব নির্বাচিত মুন্সীগঞ্জ- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে নাগরিক সংবর্ধনা প্রদান করেন।