বুধবার, ২১ মে ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভালুকায় শিশু যৌন পাচার প্রতিরোধে সেমিনার ভালুকায় জালিয়াতির মাধ্যমে ভূমি নামজারি ও দখলের অভিযোগ ভালুকায় শহীদ আরাফাত রহমান কোকো-লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন ভালুকায় মহাসড়কে যৌথবাহিনীর তল্লাশি বিদেশি মদ সহ আটক ২ ভালুকায় বকেয়া বেতনের দাবীতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, কলকারখানা ডিআইজি’র কার্যলয় ঘেরাও কর্মসূচি ঘোষণা ভালুকায় দোকানে ও স্কুলের অফিস কক্ষে আগুন ভালুকায় এক বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট স্ত্রী পরকীয়া সন্দেহে বাড়ির মালিককে খুন, গ্রেপ্তার ১ মাদকের টাকা না পেয়ে গর্ভ ধারিণী মাকে পিটিয়ে হত্যা ভালুকায় অপহৃত নারীকে মুক্তিপণ দিয়ে উদ্ধার : থানায় মামলা না নেয়ার অভিযোগ

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৫, আহত-২৪

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ২১ মে ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৫, আহত-২৪
ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৫, আহত-২৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ২৪ ঘণ্টায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৩মাদ্রাসা ছাত্র, ১কলেজ ছাত্রীসহ মোট ৫জন নিহত ও ২৪ জন আহত হয়েছে।

রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ভালুকার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ফেরার পথে উপজেলার সিডস্টোর ঢালীবাড়ী মোড়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে প্রায় ২৫ যাত্রী আহত হয়। আহতদের ভালুকা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় ৩জন ভালুকা উপজেলা হাসপাতালে, ৬জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলেন, পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাঈম আকন্দ (১৫), ভালুকার পাইলাব এলাকার ফারুক খানের ছেলে সানাউল্লাহ সজল (১৬) ও আরেকজন ভালুকার কাঠালী এলাকার আঃ ছাত্তারের ছেলে ফয়জুর রহমান (১৭)। তারা সবাই ভালুকা উপজেলার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ছাত্র। ভালুকা উপজেলার জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাতেম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাঈম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সজল ও ফয়জুল মারা যান।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, টঙ্গী গাজীপুরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ওই মাদ্রাসার ৩০ শিক্ষার্থী ও শিক্ষক যান। সবাই নামাজ থেকে ট্রাকে করে মাদ্রাসায় ফিরছিলেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিডস্টোর ঢালীবাড়ী মোড় এলাকায় পৌছলে হঠাৎ একটি পিকআপকে ইউ-টার্ন নিতে দেখে ট্রাক চালক সঙ্গে সঙ্গে ব্রেক কষলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের সবাই আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। পরে আরও দু’জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, রোববার রাত ৮টার দিকে উপজেলার ভরাডুবা নিশিন্দা এলাকার পাকিস্তানী মিলের সামনে একটি দাড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দিলে ফারুক (২৫) নামের এক অটোচালকের মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বগাজান এলাকায় ভরাডোবা-সাগরদিঘী সড়কে অটোরিকশা দিয়ে কলেজে যাওয়ার পথে মেদুয়ারি বান্দিয়া গ্রামের আব্দুল বাতেন খার মেয়ে উথুরা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নুসরাত আক্তার ঘটনাস্থলেই মারা যান এ সময় আরও ২জন আহত হলে তাদেরকে উদ্ধার করে ভালুকা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনাগুরোর সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
এক ক্লিকে বিভাগের খবর