আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ‘আমার গ্রাম আমার শহর’ ধারনাটিকে বাস্তব রুপ দিতে গ্রামীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার মানোন্নয়ন করতে হবে। গ্রাম শহরের বৈষম্য বিলোপের প্রধান শর্ত গ্রামীণ শিক্ষার উন্নয়ন।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া গুলেনূর দাখিল মাদরাসার দাখিল মাদরাসার ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দিপনামূলক বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি মাহ্দী হাসান খান। মঙ্গলবার দুপুরে মাদরাসার সভাপতি মুখলেসুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগানবাড়ী দরবার শরীফের পীর হজরত মাওলানা আবু সাঈদ হাফেজ মোহাম্মদ আতাহার আলী, মাদরাসার সুপার মাওলানা মেসবাহ উদ্দিন ও সহ সুপার মাওলানা মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান শিক্ষক সমাজকর্মি শেখ মফিজ উদ্দিন, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব বজলুর রহমান খান, সমাজকর্মী এস এম আব্দুল মালেক, দাতা পরিবারের সদস্য ফজলুর রহমান খান প্রমুখ। সিনিয়র শিক্ষক খান মোহাম্মদ সাইফুল্লাহ জুয়েলের সঞ্চালনায় শিক্ষক কর্মচারি,শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। শেষে নামদাতা গুলেনূর বেগম সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মধ্যে পরলোকগতদের রুহের মাগফেরাত ও শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া করা হয়।