বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম

নরসিংদীতে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
নরসিংদীতে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

আবু নাঈম রিপন : নরসিংদী জেলার রায়পুরায় মোবাইল ব্যাংকিং এজেন্টের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃওরা।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনা বাদ দশব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুই এজেন্ট কর্মীকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়। গুলিবিদ্ধ দুই এজেন্ট কর্মী হলেন, পলাশ উপজেলার চরনগরদী এলাকার রশিদ পাঠানের ছেলে নগদের সুপারভাইজার, দেলোয়ার হোসেন, (৫০)ও একই উপজেলার ইছাখালি এলাকার মৃত আমির চান মিয়ার ছেলে নগদের মাঠ কর্মী শাহিন মিয়া(২৫) এ ব্যাপারে নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিসট্রিবিউটার শহীদ মিয়া, সাংবাদিকদের জানান, সকাল ৯টার দিকে দুজন নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে টাকা উওোলন করে রায়পুরা ব্রাঞ্চে যাচ্ছিলেন।তারা হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে দুই ছিনতাইকারী তাদের মোটর সাইকেল থামাতে বাধ্য করে।এ সময় তাদের সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় বাঁধা দিলে নগদের সুপারভাইজার দেলোয়ারের পেটে ও শাহিনের হাতে গুলি করে। এরপর প্রায় ৬০ লাখ টাকা ভর্তি ব্যাগ টি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। স্থানীয়রা পরবর্তীতে দুই এজেন্ট কর্মীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়েছে।

জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ নুসরাত শারমিন জানান, দুজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর