বিশেষ প্রতিনিধি: এবারের কোরবানির ঈদ আনন্দে ময়মনসিংহ ভালুকার বিভিন্ন এলাকায় চলছে ফুটবল খেলা। গ্রামে-গঞ্জে প্রত্যেক ঈদের সময় এ ধরনের ম্যাচ বা খেলা উপভোগ করতে জড়ো হন বিবাহিত ও অবিবাহিত দল। আর সেই কারণে খেলায় অংশ নেয়া দল দুটিকে ভাগও করা হয় ‘বিবাহিত ও অবিবাহিত’ নামে।
ঈদের দ্বিতীয় দিন ১৮ই জুন ২৪ইং মঙ্গলবার বিকেল ৫টায় এমন উত্তেজনাকর একটি ফুটবল খেলা/ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের
ইন্টারঘাট গ্রামের ব্রিজের সাথে লালমাটিয়া মাঠে শান্তিপূর্ণভাবে ফুটবল খেলাটি সমাপ্তি হয়।
অবিবাহিতরা ফুটবলে মাঠে লড়েছেন বিবাহিতদের সঙ্গে। বিজয়ী হয়েছে অবিবাহিতরা।
খেলাটি উদ্বোধন করেন ইন্টারঘাট বাজার বণিক সমিতির সভাপতি আবুল কাশেম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি ওমর ফারুক আকন্দ, ও অন্যান অতিথি উপস্থিত ছিলেন ফিরোজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
বিবাহিতদের সঙ্গে লড়াই করে ৪ গোলে বিজয় ছিনিয়ে এনেছেন অবিবাহিতরা।
বিজীদের হাতে তুলে দেয়া হয় একটি ফ্রিজ এবং সান্তনা মূলক পুরস্কার সবাইকে একটি করে জগ দেওয়া হয়।
বিবাহিত দলের নেতৃত্ব দেন রমজান। তার সাথে ছিলেন সবুজ লাল, রাসেল, শাহ আলম, আক্কাস, তুহিন, ফরিদ, আজাহার, নাঈম, রাকিব, সহ ১৫জন।
অন্যদিকে অবিবাহিত দলে নেতৃত্বে ছিলেন সাইদুল। সাথে খেলেন ফজলুল হক, আতিক, সাব্বির, জুনায়েদ, মজু, রাকিব, রায়হান, সহ ১৫ জন। বিবাহিত বনাম অবিবাহিতদের এই খেলায় রেফারি ছিলেন মনির হোসেন ও দুইজন লাইনম্যান ছিলেন আলফাজ, রফিকুল এবং মেন্টরের দায়িত্বে ছিলেন আলী শাওন।
প্রবাসী বন্ধু মহল আয়োজন করে এই প্রীতি ফুটবল ম্যাচের। চার গোল দিয়ে বিবাহিতদের হারিয়ে দেন অবিবাহিতরা। আর কোনো গোল না দিয়েই মাঠ ছাড়তে হয় বিবাহিতদের।
খোলা মাঠে খেলা হলেও আয়োজনের কোনো কমতি ছিল না। মাঠের চারপাশে গ্রামের দর্শকও ছিল অনেক।
খেলাটির পরিচালনার দায়িত্বরত আলী শাওন বলেন, ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই আমাদের এই খেলার আয়োজন করা হয়। তিনি বলেন, আমাদের মধ্যে কেউই পেশাদার খেলোয়াড় নই, নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে এই খেলা অনুষ্ঠিত হয়।