বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম

ঈদের পরে মাছ-মাংস সহ কাঁচা বাজারের দাম কমেছে ভালুকায়

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
ঈদের পরে মাছ-মাংস সহ কাঁচা বাজারের দাম কমেছে ভালুকায়

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ঈদের পরে মাছ, মাংস সহ কাঁচা বাজারের দাম কমেছে তবে অপরিবর্তিত রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। আমদানি কমেছে ইন্ডিয়ান পেঁয়াজ সহ কিছু পণ্যের।

ভালুকা বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস কেজিতে ১০ টাকা কমে ৭৫০ টাকা থেকে বিক্রি হচ্ছে ৭৪০ টাকায়। খাসির মাংস কমেছে কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা। যার পূর্বের দাম ছিলো ১১০০ থেকে ১০৫০, বর্তমান দাম ১০০০ টাকা। বয়লার মুরগী কমেছে কেজিতে ২০ থেকে৩০ টাকা। দেশি মুরগী কমেছে ৫০ টাকা ও পাকিস্তানি মুরগী কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা।

আদা, চায়না রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ সহ বেশ কিছু পণ্যের দাম কমেছে ঈদের পরে। পেঁয়াজ কেজিতে ৫ টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে আলুর দাম।

তবে ব্যবসায়ীরা জানান, ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কমেছে বাজারে। তারা আরও জানান, বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ নাই বললেই চলে। ইন্ডিয়ান থেকে পেঁয়াজ আনার সময় ভিজে যায়, যার কারণ পেঁয়াজ নষ্ট হয় বেশি। যার কারণে বাজারে কম দেখা যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ।

কয়েকজন ক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, কাঁচা বাজারের দাম কিছুটা কমলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেনি। যার ফলে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খেতে হচ্ছে। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান।


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর