ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও সহযোগিতা করার অভিযোগে ০১ প্রভাষক ও ১০ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। রোববার (৩০ জুন) সকাল সোয়া ১০ টার দিকে মাহমুদপুর সাহেরা সাফায়েত স্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে।
জানা যায়, রোববার এইচ এসসি পরীক্ষার প্রথম দিনে ভালুকা উপজেলার সায়েরা সাফায়াত স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে দশ জন পরীক্ষার্থী এবং একজন প্রভাষককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আলীনূর খান। বহিষ্কৃতরা হলেন, মর্নিং সান মডেল স্কুল এন্ড কলেজের ১০ শিক্ষার্থী ও সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের প্রভাষক সাদিকুর রহমান।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় এবং এতে সহায়তা করায় ১০ পরীক্ষার্থী ও এক প্রভাষকের ব্যাপারে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।