নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাজশাহী জেলা বি এনপির আহবায়ক আবু সাইদ চাদ কতৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
এ সময় আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।