বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম

ভালুকায় ডাক্তারের অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিষধর সাপের কামড়ানো রনি নামে এক যুবকের ডাক্তারের অবহেলায় মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে (০১ আগষ্ট) বৃহস্পতিবার রাতে উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামের মো: সাহেব আলীর ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রনি (২৬) কে বিষধর সাপে কামড় দিলে স্থানীয়রা উপজেলার সিডষ্টোর বাজার বাটাজোর রোডে অবস্থিত লতিফ মেডিক্যাল স্টোরে ডাক্তার আশরাফুজ্জামানের কাছে নিয়ে যান। তখন ডাক্তার জানান, সাধারণ সাপে কামড় দিয়েছে, কিছু হবেনা বলে প্যারাসিটামল ও গ্যাসের ট্যাবলেট দিয়ে বাড়িতে চলে যেতে বলেন। কিছুক্ষণ পর রনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতেই রনি মারা যান। নিহত রনির পিতা সাহেব আলী জানান, তার ছেলেকে সাপে কামড়ালে সিডষ্টোর বাজার আশরাফ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর নাপা ও গ্যাসের ট্যাবলেট দিয়ে বলে সাধারণ সাপে কামড়িয়েছে কিছু হবেনা। কিন্তু কিছুক্ষণপর তার ছেলে অজ্ঞান হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে ডাক্তার আশরাফুজ্জামান জানান সাপে কামড়ানোর পরে রোগীর আত্মীয়রা নিয়ে আসে, তারা জানান ধুরা সাপে কামড়িয়েছে, পরে তাকে নাপা ও গ্যাষ্টিকের ঔষধ দেওয়া হয়েছে। রোগীর আত্মীয়দের হেয়ালিপনাই এমনটি হয়েছে।


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
এক ক্লিকে বিভাগের খবর