আবুনাঈম রিপন : নরসিংদীর পলাশে আকিজ বশির গ্রপের মালিকানাধীন জনতা জুটমিলে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৫/৯/২৪ ইং বৃহস্পতিবার দিবাগত রাত্রে পলাশ উপজেলার জনতা জুটমিলে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়,বেশ কিছুদিন যাবৎ বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন মিলের শ্রমিকরা। ফলে আমাদের যৌত্রিক দাবি-দাওয়া নিয়ে শ্রমিক ও মিল কর্তৃপক্ষ আলোচনায় বসে।এতে মালিকপক্ষ দাবি মেনে নিতে ১৫ দিন সময় চেয়েছে শ্রমিকদের কাছে। আলোচনার শেষ পর্যায়ে হঠাৎ মিলের ভিতরে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর চালায়। এছাড়াও লুটপাটের দাবী করছে মিল কর্তৃপক্ষ। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। পরে মিলের ভিতর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বেতন বৃদ্ধির দাবি দাওয়াকে কেন্দ্র করে এ হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।