নাজিবুল বাশার, টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের মধুপুরে “হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০৬ সেপ্টেম্বর সকাল ৯ টায় মধুপুর উপজেলা হল রুমে হৃদয় মধুপুর ব্লাড সোসাইটির উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি সোহান তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন। মধুপুর থানার ও সি (তদন্ত) রাসেল আহম্মেদ। মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম শহীদ, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সুমন, সোসাইটির এডমিন আরশেদ আলম। স্বেচ্ছায় রক্ত দাতাদের মধ্যে বক্তব্য রাখেন সুরুজ আলী। তিনি বলেন, আমি মনের আনন্দে এ পর্যন্ত ৭৮ বার রক্ত দিয়েছি ভবিষ্যতে আরও দিব ইনশাআল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মধুপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক মেজবা উদ্দিন আহম্মেদ, প্রভাষক নাজিবুল বাশার, হারুন মাস্টারসহ হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটির অন্যান্য সদস্য বৃন্দ।
এ মিলনমেলায় অংশগ্রহণ করে ২৪টি ব্লাড গ্রুপ সংগঠন। মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ, আলোকিত মধুপুর, স্বপ্ন বুনন মধুপুর, স্টুডেন্ট কল্যাণ তহবিল, মধুপুর, মানব কল্যাণ ফাউন্ডেশন মধুপুর উপজেলা শাখা, নব দিগন্ত ব্লাড গ্রুপ মধুপুর, রক্তের বাঁধন যুব সংস্থা, গোলাবাড়ি , নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন মধুপুর উপজেলা শাখা, রক্তের বন্ধন মধুপুর, ব্লাড ডোনার্স সোসাইটি ভালুকা, রক্তের বাঁধন ঘাটাইল, কালিহাতি ব্লাড ফাউন্ডেশন, বাঁচতে হবে ফাউন্ডেশন পারখী, কালিহাতি, হিউম্যানিটি ব্লাড ফাউন্ডেশন মির্জাপুর, ভূঞাপুর ব্লাড ব্যাংক, মানব কল্যাণ সেবা সোসাইটি জামালপুর, স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছা, ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সরিষাবাড়ি, ব্লাড ডোনার ফ্যামিলি ধনবাড়ী, সেভ লাইফ গোপালপুর ব্লাড ডোনার এসোসিয়েশন, আজাদ স্পোর্টিং ক্লাব, স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন টাঙ্গাইল, বি নেগেটিভ ব্লাড ডোনার বাংলাদেশ গ্রুপের সদস্য বৃন্দ।
এ সময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও লটারি ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।