নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কেককাটা ও দোয়া মাহফিলে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন জেলা মহিলাদলের সদস্য আফরোজা আক্তার।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি উপজেলা মহিলাদলের বিশাল মিছিল সহ উপস্থিত হন। এসময় তার সাথে মহিলাদল নেত্রী লাভলি, কল্পনা, জাহানারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা ও সাম্প্রতিক বন্যা ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর মহিলাদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত হয়।