মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত, গ্রেফতার ১ ভালুকায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু বদরগঞ্জে প্রাইভেট শিক্ষককে মারধর, ব্ল্যাকমেইল অতঃপর চাঁদা দাবি নরসিংদীতে হযরত মোঃ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী রাকিবুল গ্রেফতার কুষ্টিয়ায় তিন দিন ব্যাপী অষ্টোপ্রহর শেষে লালন আখড়া ছাড়ছেন সাধু ভক্তরা দীর্ঘ ১৭ বছর পরে শারিকখালীতে জামায়াতে ইসলামীর ওপেন সহযোগী সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদী পুরান চর বাজারে কনফেকশনারি দোকান লুট নরসিংদীর শিবপুরে এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ছিনতাই বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার; স্বামী পলাতক

ভালুকায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরিরা

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
ভালুকায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরিরা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: কয়দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে ময়মনসিংহের ভালুকার কারিগররা।

আর কয়েক দিন পরেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়। তাই বিরামহীন প্রতিমা তৈরির কাজ করছে কারিগররা। এবার উপজেলায় ৬১টি মন্ডপে এক সাথে চলছে প্রতিমা তৈরির কাজ। উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন মন্দিরে এখন শোভা পাচ্ছে ছোট-বড় প্রতিমা। ওই মন্দির গুলোতে দেখা যায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগররা বাঁশ-কাঠ আর কাদা মাটি দিয়ে তৈরি প্রতিমাগুলো এরই মধ্যে মন্ডপের কাঠামো তৈরি এবং খড়ের কাজ শেষ হয়েছে। এখন চলছে মাটির কাজ। এরপর মাটির তৈরি প্রতিমা শুকিয়ে রং তুলির কাজ করা হবে।

কারিগররা জানান, আগের তুলনায় এবছর কাজ কম থাকলেও কারিগররা শান্তিপূর্ণ ভাবে কাজ করছে পরিস্থিতি এখন ভালো। তবে কেউ কেউ অভিযোগ করে বলেন আমরা ভালো থাকলেও দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাংচুর করছে এটা মোটেই কাম্য না, বর্তমান সরকার যেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। আমরা যেন শান্তি পূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পারি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভালুকা উপজেলা শাখার সভাপতি মলয় কুমার নন্দী মানিক জানান, ইতিমধ্যে আমাদের প্রতিমা তৈরির কাজ শেষ। রঙের কাজ চলছে। আমাদের ভালুকায় কোনো সমস্যা নাই। আমরা মনে করি আনন্দঘন ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করবো। ভক্তবৃন্ধরা চান, দূর্গা মা এবার শান্তি নিয়ে আসবেন। দেশে শান্তি ফিরে আসবে।

ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানান, ভালুকায় ৬১টি পূজা মন্ডপে আমরা আশা করি জাঁকজমক ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পূজা উদযাপন সংশ্লিষ্টদের সাথে মিটিং করেছি। আইনশৃঙ্খলা রক্ষায় সকল রকম প্রস্তুতি নিয়েছি।


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর