শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভালুকায় ভিটার মাটি কাটতে না দেয়ায় শিক্ষকের বাড়িতে হামলা আহত-২ ভালুকায় পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের পায়তারা, গ্রাম্য মাতব্বরের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবীর অভিযোগ ভালুকায় অন্যায় দাবী-দাওয়া উত্থাপন করায় অনির্দিষ্টকালের জন্য কারখান বন্ধ ঘোষণা ”একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর” স্লোগানে বিক্ষোভ ভালুকায় জাতীয় ভোটার দিবস পালিত ভালুকায়  ইউপি সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার ভালুকার আলোচিত কাঠের সেতু উদ্বোধন ভালুকায় বসতবাড়িতে আগুনে ১৮টি ঘর পুড়ে ছাই দখলবাজি ও পেশীশক্তি প্রদর্শনের অভিযোগে ভালুকায় তিন যুবদল নেতা বহিষ্কার ভালুকায় কারখানা কর্তৃপক্ষের অবহেলায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ তিন ঘন্টা মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমান আদালত অভিযানে বন্ধ করে দিল পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমান আদালত অভিযানে বন্ধ করে দিল পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র

নাজিবুল বাশার, টাঙ্গাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের মধুপুরে মনির মেডিকেল ইনস্টিটিউট নামের একটি পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে মধুপুরের সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়ার আদালত এই ইনস্টিটিউট বন্ধ করে দেন। এর আগে তিনটি বেসরকারি হাসপাতাল ও দুইটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৯ হাজার টাকা জরিমানা করেন ওই আদালত।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদুর রহমান জানান, মধুপুর পৌর শহরের কাঠালতলী মোড়ে মনির মেডিকেল ইনস্টিটিউটে পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা চলমান রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ওই প্রতিষ্ঠানটি পরিবার ও স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ও বাংলাদেশ নার্সিং কাউন্সিল অধিভুক্ত দাবি করলেও কোন কাগজপত্র তারা দেখাতে পারেননি। এমনকি তাদের ঔষধ বিক্রয়ের লাইসেন্স পর্যন্ত নেই। কোন ধরনের যন্ত্রপাতিও নেই। এমন পরিস্থিতিতে ওই ইনস্টিটিউটটি বন্ধ করে দেওয়ার আদেশ দেন ভ্রাম্যমান আদালত। একই সাথে প্রতিষ্ঠানের মালিক মনির হোসেন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে ভ্রাম্যমান আদালত মধুপুর পৌর শহরের লাইফ কেয়ার চক্ষু হাসপাতাল, কাজী ডিজিটাল হসপিটাল, সিটি হসপিটাল এন্ড ট্রমা সেন্টার এবং দুটি ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের প্রত্যেককে বিভিন্ন বিধিভঙ্গের দায়ে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক রিফাত আঞ্জুম পিয়া জানান, মানব জীবনের জন্য অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবা সুন্দর এবং নিরাপদ করার প্রয়োজনে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এখানে জরিমানা করা মুখ্য বিষয় ছিল না। তাদেরকে সতর্ক করে দেয়া এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্যই আদালত পরিচালিত হয়।


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর