ময়মনসিংহের ভালুকায় দীর্ঘ ১৬ বছর পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। পাইলট স্কুল মোড়ে ২০ নভেম্বরে (বুধবার) সন্ধ্যায় দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানিক ভাবে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ভালুকা উপজেলা শাখা আমির সাইফ উল্যাহ পাঠান ফজলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী, এ সময় আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা সেক্রেটারি অধ্যাপক তৈয়ব হোসেন, পৌর আমির মাওলানা আলা উদ্দিন, পৌর সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, জেলা মজলিসের শুরা সদস্য মাওলানা মোবারক হোসেন, উপজেলা মজলিসের শুরা সদস্য শহিদুর রহমান শাহীন, ইঞ্জিনিয়ার শরিফ মোল্লা, রুহুল আমিন রানা, জহির উদ্দিন মোহাম্মদ বাবার। এছাড়াও ১১টি ইউনিয়ন, পৌর শাখা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাণিজ্যিক কার্যালয় : ৭৮/ই, পুরানা পল্টন লেন বিজয় নগর, ঢাকা-১০০০। মোবাইল : ই-মেইল : digontonewsbd@gmail.com
সমস্ত অধিকার সংরক্ষিত দিগন্ত নিউজ।