‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে সপ্তমবারের মতো ময়মনসিংহের ভালুকায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভুঞা’র নেতৃত্বে র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ভালুকা-গফরগাঁও সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচন অফিসের সামনে গিয়ে শেষ হয়।
জানা যায়, ২ মার্চ (রবিবার) দুপুরে র্যালীর আগে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভুঞা , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল মন্ডল, ইসলামিক ফাউন্ডেশন ভালুকা উপজেলার ফিল্ড সুপারভাইজার আ ন ম মাহফুজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ্ প্রমূখ।
নির্বাচন অফিস সূত্র জানা যায়, ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২ মার্চ থেকে দিনটি পালন করে আসছে সংস্থাটি ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে পরের বছর ২০১৯ সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়। এ দিবস উদযাপন উপলক্ষে ইতোমধ্যেই নির্বাচন কমিশন সচিবালয় হতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।