ময়মনসিংহের ত্রিশালে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাত দলের তিন সদস্য আটক। ৯ এপ্রিল (বুধবার) সকালে উপজেলার ধলা নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃত হলেন, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা নামাপাড়া গ্রামের বদর উদ্দিন ফকিরের ছেলে ডাকাত আবু সাঈদ ফকির (৪৮) (মেম্বার) ট্যাবলেট ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের লিডার একই এলাকার আবুল হাসেমের ছেলে সুজন (৩৬) ও মৃত মফিজ উদ্দিন মন্ডলের ছেলে মোফাজ্জল মন্ডল (৪৫)। ইতি পূর্বে ত্রিশাল থেকে ঘোষণা দেওয়া হয় ডাকাত মোফাজ্জলকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে।
এই অভিযানটি পরিচালনা করেন ময়মনসিংহের ভালুকা উপজেলাধীন হবিরবাড়ী বাহারুল উলুম আলিম মাদ্রাসা ক্যাম্প (বাংলাদেশ সেনাবাহিনী)’র একটি চৌকস দল। পরে অভিযান শেষে আটককৃত তিনজন ডাকাত ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জানিয়েছেন আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় ডাকাতি ও ধর্ষণ মামলা রয়েছে এবং সেই মামলায় আদালতের কর্তৃক প্রেরিত ওয়ারেন্ট রয়েছে। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।