বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পারভেজের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের সূচনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। পরে তিনি পারভেজের পরিবারের সদস্যদের সাথে সময় কাটান ও তাদের খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, মশিউর রহমান মামুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক দাউদ রায়হান, মহানগর ছাত্রদলের সভাপতি নাঈমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে।” তিনি আরও বলেন, “পারভেজ হত্যাকাণ্ড নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত হামলার অংশ। নিহতের পরিবারের সদস্যদের অজানা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে পারভেজ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”
ছাত্রদল নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন পারভেজ।