আগামী দিনের ভালুকার উন্নয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ভালুকায়। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ভালুকা উপজেলা পরিষদের পুরাতন হলরুমে এ সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
সভায় অংশগ্রহণ করেন ভালুকার সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হামিদ, সাবেক গ্রুপ ক্যাপ্টেন খালেদ মাহমুদ, ৬ নম্বর ভালুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার (অব.) নাজিমুদ্দিন, সাবেক শিক্ষক আশরাফ উদ্দিন, আব্দুর রউফ, আব্দুল কাদের, নাগরিক কমিটির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান সোহেল, মুজাম্মেল হক, উপজেলা প্রতিনিধি ফাহাদ শেখ, হাবিব জিহাদী, আরাফাত সানী, নুরুল ইসলাম মেম্বার, সাকিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মফিজুল।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে আগামী দিনের ভালুকাকে একটি পরিকল্পিত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব। পাশাপাশি নতুন রাজনৈতিক দল “জাতীয় নাগরিক পার্টি” বাংলাদেশের রাজনীতিতে কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।