মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভালুকায় অন্যায় দাবী-দাওয়া উত্থাপন করায় অনির্দিষ্টকালের জন্য কারখান বন্ধ ঘোষণা ”একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর” স্লোগানে বিক্ষোভ ভালুকায় জাতীয় ভোটার দিবস পালিত ভালুকায়  ইউপি সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার ভালুকার আলোচিত কাঠের সেতু উদ্বোধন ভালুকায় বসতবাড়িতে আগুনে ১৮টি ঘর পুড়ে ছাই দখলবাজি ও পেশীশক্তি প্রদর্শনের অভিযোগে ভালুকায় তিন যুবদল নেতা বহিষ্কার ভালুকায় কারখানা কর্তৃপক্ষের অবহেলায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ তিন ঘন্টা মহাসড়ক অবরোধ ভালুকায় বিরোধপূর্ণ জায়গার গাছ কাটাকে কেন্দ্র করে মারধর, থানায় অভিযোগ ভালুকায় বৈষম্যরিরোধী ছাত্রজনতা আনন্দোলনে তোফাজ্জল হত্যার প্রত্যক্ষ স্বাক্ষী মামুন নিখোঁজ

কলা খেয়েই এ কাজ নৈব নৈব চ!

Reporter Name / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
কলা খেয়েই এ কাজ নৈব নৈব চ!

আমরা প্রায় সকলেই কলা খেয়ে খোসাটা ছুঁড়ে ফেলে দিতে অভ্যস্ত। আর এখানেই আমরা বড্ড বড় ভুল করে ফেলি। পুষ্টিগুণের জন্য এবং অন্যান্য ফলের তুলনায় দামে সস্তা হওয়ায় কারণে কলা অনেকের কাছেই খুব প্রিয়। খিদে পেলে অনেকেই একসঙ্গে কয়েকটি কলা খেয়ে নেন। তারপরেই খোসাটা ফেলে দেন ডাস্টবিনে। কলার মতোই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কলার খোসাও। এতে মজুত রয়েছে নানা উপকারী মিনারেলও, যা রূপচর্চা থেকে গৃহস্থালি নানান কাজে লাগাতে পারেন।

জেনে নেই কলার খোসার নানা উপকারিতা সম্পর্কে

দাঁতের দাগছোপ গায়েব হবে

দাঁতে হলদে ছাপ পরেছে? সেই কারণে কথা বলতে লজ্জা পান? আর চিন্তা নেই, এ সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে কলার খোসাতেই। কলার খোসার সাদা অংশটি দাঁতে ভালো করে ঘষে নিন, তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এক সপ্তাহ করলেই হাতেনাতে ফল পাবেন।

বলিরেখা মিটবে অল্প দিনেই

বলিরেখার সমস্যায় ভুগছেন। জানেন কি, ত্বকের বলিরেখা কমাতে ম্যাজিকের মতো কাজ করে কলার খোসা। এক্ষেত্রে কলার খোসা ও ডিমের কুসুম মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ফেলুন। এবার সেই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে বেশ কয়েকবার এ ঘরোয়া ফেসপ্যাক মুখে লাগালেই ফল পাবেন হাতেনাতে। সুতরাং এখন থেকে কলা খেয়ে কলার খোসাটা না ফেলে ব্যাগে ভরে নিন এবং কলার খোসা দিয়ে খুব সহজেই এই ধরনের সমস্যার সমাধান করে ফেলুন।

আরও নানা কাজে আসে কলার খোসা

গাছের দ্রুত বৃদ্ধি চাইলে, সার নয় মাটির সঙ্গে কলার খোসা মিশিয়ে দিতে পারেন। এছাড়াও কলার খোসা সারারাত ভিজিয়ে রেখে দিন, সেই জল পরের দিন সকালে গাছে দিন। এতে দ্রুত গাছের বৃদ্ধি হবে।

রূপার গয়না কালো হয়ে গেলে চিন্তার কোনও কারণ নেই। কারণ খুব সহজে কলার খোসা দিয়েই পরিষ্কার করে নিতে পারবেন রূপার গয়না। কলার খোসা মিক্সিতে ফেলে পেস্ট তৈরি করে নিন। এবার সুতির নরম কাপড়ে সেই পেস্ট লাগিয়ে নিয়ে পরিস্কার করে নিন রূপার গয়না। ঝকঝকে হয়ে উঠবে সব গয়না।


এই ক্যাটাগরি আরও পড়ুন

তারিখ অনুসারে পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর